আজ, Sunday


১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির আর নেই

সোমবার, ১৪ জুলাই ২০২৫
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির আর নেই
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এক বিবৃতিতে নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, বুহারির মরদেহ দেশে ফিরিয়ে আনতে ভাইস প্রেসিডেন্ট কাশিম শেতিমা ও চিফ অব স্টাফকে লন্ডনে পাঠানো হয়েছে।নাইজেরিয়ার ইতিহাসে বুহারি ছিলেন ব্যতিক্রমী এক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রথম দফায় তিনি ১৯৮৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৮৫ সাল পর্যন্ত জান্তা শাসক হিসেবে দেশ পরিচালনা করেন। এরপর দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১৫ সালে তিনি ‘রূপান্তরিত গণতান্ত্রিক নেতা’ হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আলোচিত প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করেন। এ নির্বাচনের মাধ্যমেই নাইজেরিয়ার ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভোটে হেরে ক্ষমতা ছাড়েন।এরপর টানা দুই মেয়াদে, অর্থাৎ ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বুহারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি তাকে জনপ্রিয় করে তোলে সাধারণ নাগরিকদের মাঝে। রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তিনি সবসময় বলতেন, ‘আমি সবার, আবার আমি কারও নই। নাইজেরিয়ার সরকারি সূত্রে জানা গেছে, মুসলিম ধর্মাবলম্বী বুহারিকে তার নিজ রাজ্য উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনায় ইসলামি রীতিনীতিমেনে দাফন করা হবে। মৃতদেহ দেশে পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।১৯৮০-এর দশকের সেনাশাসক থেকে গণতন্ত্রের পথে ফিরে আসা মুহাম্মাদু বুহারির রাজনৈতিক জীবন অনেক ক্ষেত্রেই আফ্রিকার রাজনীতিতে ব্যতিক্রমধর্মী অধ্যায় হয়ে থাকবে। তার মৃত্যুতে নাইজেরিয়ার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com