আজ, রবিবার


৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

রবিবার, ০৬ জুলাই ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৬৪ ফিলিস্তিনি নিহত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার (২৯ জুন) আরও অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তিন শিশুসহ ৯ জন রয়েছে। গাজার হাসপাতালগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ৯ জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কার্যক্রম গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি কেন্দ্রের কাছাকাছি জায়গায় মারা গেছেন। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনী জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশের স্থানে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় এসব কেন্দ্রের সংলগ্ন এলাকায় অন্তত ৭৪৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এত বেশি সংখ্যক মানুষ আহত হয়েছে যে তাদের চিকিৎসাসেবা দিতে গিয়ে গাজার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজা সিটি, খান ইউনিস ও আল-নুসেইরাত শিবিরসহ সমগ্র গাজা এলাকাতেই হামলা চালিয়েছে।

এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়ারি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ জন নিহত ও ১০ জন আহত হন। এছাড়া গাজা সিটির যেতুইনে আল-সাফি স্কুলে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও আহত হন অনেকে। এদিন গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণে রাফা শহরের উত্তর অংশে জিএইচএফের একটি কেন্দ্রের পাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন শিশুসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, গাজায় ইসলায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত ও এক লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন। এদিকে, গাজায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চে গাজায় নতুন দফায় হামলা চালায় ইসরায়েল। এর আগে ১৯ জানুয়ারি শুরু হওয়া এ যুদ্ধবিরতি চুক্তিতে তিনটি ধাপ ঠিক করা হলেও তার প্রথম ধাপ পার করতে পারেনি। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি, ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি ও গাজায় জিম্মিদের উভয়ে উভয়কে ফিরিয়ে দেওয়া এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ার বিষয়গুলো রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com