আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা ঘটনায় ১২ জন নিহত হয়েছে। (৪ মার্চ) আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা আল জাজিরাকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় সেনা নিবাসের ওই এলাকায় দু’টি বিস্ফোরকভর্তি গাড়ি ঢুকে পড়ে। তার পরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।
বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ নোমান বলেছেন, হামলায় ১২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সকলেই বেসামরিক নাগরিক। তারা ধসে পড়া ভবন এবং দেয়ালের নিচে আটকা পড়েছিলেন।
পাকিস্তান তালেবানের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছেন। তবে হতাহতের বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছেন। তিনি আরও জানান, বিস্ফোরণে দুটি চার ফুট লম্বা গর্ত তৈরি হয় এবং এটি এতটাই শক্তিশালী ছিল যে এলাকার কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
হামলার দায় স্বীকার করে জৈশ আল-ফুরসান গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের উৎস ছিল বিস্ফোরক বোঝাই যানবাহন। উল্লেখ্য, গত রোববার পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে এটি তৃতীয় হামলা।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta