সঞ্জয় সরকার, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম মাইজপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে পা বাঁধা অবস্থায় হামিদা বেগম (৫৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
হামিদা বেগম উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রাজ্জাক ওরফে রিজু মাতুব্বরের স্ত্রী। তিনি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য রিজু মাতুব্বরের স্ত্রী হামিদা বেগম মঙ্গলবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হলে পরিবার ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে একটি পাটক্ষেতে পা বাঁধা অবস্থায় হামিদার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত হামিদা বেগমের এক আত্মীয় জানান, হামিদাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীর বিচার চাই। লাশ দাফনের পরে মামলা করা হবে বলে জানান ওই আত্নীয়।
ডাসার থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি, ডাসার সার্কেল) মোহাম্মাদ বদরুল আলম মোল্লা জানান, এক বৃদ্ধা মহিলাকে হাত-পা বেধে হত্যা করে পাটখেতে ফেলা রাখার বিষয়টি অমানবিক। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।