রিনা সিকদার : বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক রিপন খার বাণিজ্যিক ভবন থেকে সরকারী সন্দেহে বিশ গাইড শীত কম্বল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। ২২ সেপ্টেম্বর রাত ১১টায় উপজেলার খুন্না বাজার থেকে এ কম্বল জব্দ করা হয়। এসময় উৎসুখ জনতা ভীড় জমায়। শহীদুল ইসলাম রিপন খার বাণিজ্যিক ভবন ২য় তলার একটি কক্ষে কম্বলগুলো রক্ষিত আছে বিয়টি আচ করতে পারে স্থানীয়রা, পরে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশের সম্মুখে কক্ষটিতে প্রবেশ করে কম্বল গুলো দেখতে পায়। গাইড থেকে কিছু কম্বল বের করে, তাতে লেখা আছে যমুনা ব্যাংক নট ফর সেল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন বলেন কম্বল গুলা সরকারি না, তা বলা যাচ্ছে না। যেহেতু এখানে অনেক কম্বল রহিয়াছে গাইড খুললে অনুসন্ধানের মাধ্যমে জানা যাবে সরকারি কিনা। কম্বলগুলো যেহেতু বিক্রয়ের জন্য নয়, সেহেতু তিনি অবৈধভাবে গোডাউন জাত করেছেন। রিপন খার বাণিজ্যিক ভবনে কম্বল থাকার বিষয় নিয়ে জনমনে রয়েছে নানান প্রশ্ন। কাহারো দাবি কম্বলগুলো পালিয়ে থাকা সাবেক এমপি পঙ্কজ নাথ এর। অসহায় দুস্থদের জন্য এনেছিলেন কাহারো দাবি কম্বলগুলো সরকারী, রিপন খা পংকজ একান্ত অনুগত হওয়ায় তার মাধ্যমে বিক্রি করতে মজুত করেছেন। সৃজন না থাকায় বিক্রি করতে পারেনি। এব্যাপারে রিপন খার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অনুসন্ধানে কম্বলগুলো সরকারী প্রমানিত হলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।