গণবার্তা রিপোর্টার: বাংলাদেশে আর্থিক পরিষেবা প্রদানের পরিধিকে নতুন ও সম্প্রসারিত আকার দেয়ার প্রতিশ্রুতিতে ব্র্যাক ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ঐতিহাসিক ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে এই অংশীদারিত্বের চুক্তিটি গত ২৭ ডিসেম্বর ২০২৩-এ গ্রীন ডেল্টার হেড অফিসে স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি সরাসরি ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন। এই ইন্স্যুরেন্স পলিসিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা, মোটরযান বীমা, শস্য বীমা, এবং ভ্রমণ বীমা ইত্যাদি, যা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের দৈনন্দিন জীবনে বিভিন্ন আর্থিক ঝুঁকি নিরসনের ক্ষেত্রে সহায়তা করবে।
Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
দৈনিক গণবার্তা | Gano Barta