ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু ॥ উপসর্গ নিয়ে আইসোলেশনে ব্যবসায়ীর মৃত্যু

দৈনিক গণবার্তা
জুন ১৬, ২০২০ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে করোনা উপসর্গ নিয়ে পরান পোদ্দার (৫৫) নামের এক ব্যবসায়ী মৃত্যু বরন করেছেন। তিনি মাদারীপুর পৌরসভার কুলপদ্দি এলাকার হরেকৃষ্ণ পোদ্দারের ছেলে। ৫/৬ দিন ধরে তিনি জ্বরে ভূগছিলেন। পরান পোদ্দার দীর্ঘদিন কুলপদ্দি বাজারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, রাত ১০টার দিকে পরান পোদ্দার নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আসে। আমরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা কার্যক্রম শুরু করা অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করা হয়।
মাদারীপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫৩ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।