আজ, শনিবার


২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ময়মনসিংহে সম্মাননা পেলেন ৪২ সেরা করদাতা

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
ময়মনসিংহে সম্মাননা পেলেন ৪২ সেরা করদাতা
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার: ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সেরা করদাতা হিসেবে সম্মাননা, ট্যাক্সকার্ড ও সনদপত্র পেয়েছেন ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। কর অঞ্চল ময়মনসিংহ সেরা করদাতাদের এ সম্মাননা দেয়।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরে একটি অডিটরিয়ামে এ সম্মাননা দেওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ রেঞ্জ ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত কর কমিশনার আব্দর রকিব, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ট্যাক্সেস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন।

এ সময় অতিথিদের মাধ্যমে ৪২ সেরা করদাতাকে সম্মাননা, ট্যাক্সকার্ড ও সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে বিগত ১৫ বছরের মতো এবারও সেরা করদাতা নির্বাচিত হওয়া খন্দকার মাহাবুব বলেন, ২০০৮ সাল থেকে এই সম্মাননা পদক দেওয়া শুরু হয়েছে। এতে সরকার লাভবান হওয়ার পাশাপাশি সম্মানিত হচ্ছেন করদাতারা। এতে আমি নিজেও সম্মানিতবোধ করছি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com