আজ, Wednesday


১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

টালিউডের প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
টালিউডের প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন
সংবাদটি শেয়ার করুন....

গনবার্তা রিপোর্ট : প্রায় ছয় মাস হাসপাতালে ভর্তি ছিলেন বাসন্তী দেবী। ভর্তির পর থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে। ক্যান্সারের পাশাপাশি বুকে পেসমেকার ছিল এবং কিডনির সমস্যাও ছিল। টালিউডের প্রখ্যাত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ক্যান্সার, হৃদরোগ ও কিডনি জনিত অসুখে ভুগছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্রায় ছয় মাস হাসপাতালে ভর্তি ছিলেন বাসন্তী দেবী। ভর্তির পর থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে। ক্যান্সারের পাশাপাশি বুকে পেসমেকার ছিল এবং কিডনির সমস্যাও ছিল।এদিকে প্রবীণ এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শোকবার্তায় তিনি লিখেছেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। মঞ্চ থেকে ছোট ও বড় পর্দা- সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। কাজ করেছেন উত্তম কুমার, প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’, ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’ এবং জনপ্রিয় ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে ঠাকুরমার চরিত্রে অভিনয় করে তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষবার সেই ধারাবাহিকেই দেখা গেছে তাকে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২১ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com