স্টাফ রিপোর্টার: আঁকা আমার জন্য খুবই বিশেষ কাজ। প্রথম সিরিজ হিসেবে এটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রই নয়, আঁকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকেও আপন করে নেবেন’
শাকিব খানের পর এবার আফরান নিশোর নায়িকা হয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। কয়েক মাস আগে শোনা গিয়েছিল, ভিকি জাহেদ পরিচালিত একটি ওয়েব সিরিজে তাদের জুটি দেখা যাবে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সোশ্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের নাম‘আঁকা’। এই সিরিজের মধ্য দিয়েই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন নাবিলা। যদিও হইচইয়ের প্রথম দিকের একটি কনটেন্টে তাকে স্বল্প সময়ের জন্য দেখা গিয়েছিল, এবার তিনি থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।
প্রথম ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা জানিয়ে নাবিলা বলেন, ‘আঁকা আমার জন্য খুবই বিশেষ কাজ। প্রথম সিরিজ হিসেবে এটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রই নয়, আঁকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকেও আপন করে নেবেন’ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশেলে নির্মিত ‘আঁকা’ মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরে, ওটিটি প্ল্যাটফরম হইচই-তে।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta