গনবার্তা রিপোর্ট: সিনেমাতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা না করলেও কৌশানীকে যে আরো একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।আসছে পূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘রক্তবীজ ২’। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া এর প্রথম পর্ব বেশ সড়া ফেলেছিল টালিউডের বক্স অফিসে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে সিক্যুয়েল।সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম মোশন পোস্টার। আর সে থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
আগের পর্বে মুখ্য ভূমিকায় দেখা যায় ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীকে। এবারও রয়েছেন আবির ও মিমি; তাদের পাশাপাশি সিনেমাতে নতুন চমক হিসেবে যোগ দিয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি।সেই পোস্টার থেকে জানা যায়, সিনেমাতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা না করলেও কৌশানীকে যে আরো একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এই লুকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে দেখা গেছে কৌশানীকে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, খোলা চুল, মাথায় টুপি ও হালকা মেকআপে নজর কেড়েছেন কৌশানী। ‘রক্তবীজ ২’-এ জমবে আবির-মিমির রসায়ন। এই সিনেমার দৌলতে কি অঙ্কুশ-কৌশানীর জুটিও রোম্যান্সের ঝড় তুলবেন কিনা- তা বোঝা যাবে মুক্তির পর।
Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta