আজ, Friday


১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে : মির্জা ফখরুল

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে : মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার : দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। আমি মনেপ্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি।ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে দ্বিধা কাটিয়ে একটি স্থির অবস্থানে পৌঁছানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না থাকলে তিক্ততা সৃষ্টি হবে। সেজন্য দলগুলোর মধ্যে ঐক্য ও বোঝাপড়া থাকা অত্যন্ত জরুরি। তা না হলে রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি বাড়বে—গণতন্ত্রের নামে কাদা ছোড়াছুড়ি হবে। অনেক কথা আসবে, বিতর্ক বাড়বে; কিন্তু এসবের একটা সীমা থাকা দরকার। না হলে এক ধরনের তিক্ততা তৈরি হয়, যা ভবিষ্যতে রাজনীতিকে আরও কলুষিত করে। আমি আশা করব, আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারব।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। আমি মনেপ্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। যারা বিপ্লব করবেন, তারা বিপ্লবী দল গঠন করবেন, বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লবের মাধ্যমে একটি বিপ্লবী সরকার গঠন করে দেশে পরিবর্তন আনবেন—এটাই স্বাভাবিক।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব। জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেব, তা বাস্তবায়নের চেষ্টা করব। তারপর আবার জনগণের কাছে ফিরে যাব। তারা যদি আমাকে গ্রহণ করেন, আমি আবার আসব; যদি না করেন, আসব না। সকলকে মত প্রকাশের সুযোগ দিতে হবে, সকলকেই কথা বলার সুযোগ দিতে হবে। একজন সাধারণ মানুষের যেমন ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে, তেমনি সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠার সুযোগও থাকা উচিত। কিন্তু আজ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই লিবারেল ডেমোক্রেসি একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com