আজ, Wednesday


৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

বুধবার, ৩০ জুলাই ২০২৫
সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার : দেশের জ্বালানির চাহিদা পূরণে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশের জ্বালানির চাহিদা পূরণে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেটের মাধ্যমে গানভর সিঙ্গাপুরের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১১ দশমিক ৯৭ ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেটের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল কো-অপারেশনের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৪৮৬ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৯০৭ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১১ দশমিক ৯৫ ডলার।

সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ‘প্রয়োজনীয় আনুষঙ্গিক এবং সংশ্লিষ্ট পরিসেবাসহ দুটি শিপ টু শোর (এসটিএস)/কুয়ে গ্যান্টি ক্রেন সরবরাহ ও স্থাপন’ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ২ লাখ ১১ হাজার ৫৬৮ টাকা। সুপারিশকৃত দরদাতা এইচপি ও এনজে চায়নার জয়েন্ট ভেঞ্চার।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় একটি প্যাকেজের জন্য ২৮৮ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৬৮৬ টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে। স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স ও এসএস রহমান ইন্টারন্যাশনাল যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

স্থানীয় সরকার বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার ‘এক্সপান্ডেড ঢাকা ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় পরামর্শক

প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ১৪৭ টাকা। আইডব্লিউএম, দেব কন এবং জিকেডব্লিউকে পরামর্শক নিয়োগ করা হয়েছে।

সেতু বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পঞ্চবটী-মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পের (প্রথম সংশোধিত) ভৌত কাজের ডিজাইন রিভিউ অ্যান্ড কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট কাজে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিমূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এক্ষেত্রে ১৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৮২৫ টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে।

সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘‌ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং অব আইটি হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড রিলেটেড সার্ভিস অব বিসিসি ডিআর ক্লাউড প্যাকেজের ক্রয় প্রস্তাবকে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৭৪৫ টাকা। সুপারিশকৃত দরদাতা স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম (প্রাইভেট) লিমিটেড।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com