স্টাফ রিপোর্টার : চীনের জন্মহার গত কয়েক বছর ধরে কমছে। এক সন্তান নীতি বাতিলের প্রায় এক দশক পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে দেশটিতে ৯৫ লাখ ৪০ হাজার শিশুর জন্ম হয়েছে। আগের বছরের তুলনায় কিছুটা বাড়লেও মোট জনসংখ্যা টানা তৃতীয় বছরের মতো কমেছে।জন্মহার বাড়াতে প্রথমবারের মতো দেশব্যাপী ভর্তুকি দিচ্ছে চীন। দেশটির সরকার ঘোষণা করেছে, তিন বছরের কম বয়সী প্রতিটি সন্তানের জন্য বছরে ৩ হাজার ৬০০ ইউয়ান (প্রায় ৫০০ ডলার) ভর্তুকি পাবে পরিবারগুলো। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্যমতে, এ উদ্যোগে প্রায় ২ কোটি পরিবার উপকৃত হবে। খবর বিবিসি।বেইজিং জানিয়েছে, এ নীতি চলতি বছরের শুরু থেকে কার্যকর হিসেবে ধরা হবে। অর্থাৎ, ২০২৫ সালের শুরু থেকে জন্ম নেয়া প্রতিটি শিশু এ সুবিধা পাবে। পাশাপাশি ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রেও আংশিক ভর্তুকির সুযোগ রাখা হয়েছে। চীনের জন্মহার গত কয়েক বছর ধরে কমছে। এক সন্তান নীতি বাতিলের প্রায় এক দশক পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে দেশটিতে ৯৫ লাখ ৪০ হাজার শিশুর জন্ম হয়েছে। আগের বছরের তুলনায় কিছুটা বাড়লেও মোট জনসংখ্যা টানা তৃতীয় বছরের মতো কমেছে। এর আগে চীনের কয়েকটি প্রদেশ ভর্তুকি দেয়ার উদ্যোগ নিয়েছিল। হোহোট শহরে তিন সন্তান থাকা পরিবারকে এক লাখ ইউয়ান পর্যন্ত সহায়তা দেয়া হচ্ছে। শেনইয়াং শহরে তৃতীয় সন্তানের জন্য পরিবারগুলো মাসে ৫০০ ইউয়ান পাচ্ছে।বিশ্লেষকদের মতে, সন্তান পালনের উচ্চ ব্যয় চীনে জন্মহার কমার বড় কারণ। চীনের ইউয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের হিসাবে, একটি শিশুকে ১৭ বছর বয়স পর্যন্ত লালন-পালন করতে গড়ে প্রায় ৭৫ হাজার ৭০০ ডলার খরচ হয়। আয় অনুযায়ী এ ব্যয় বিশ্বের মধ্যে অন্যতম বেশি বলে উল্লেখ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।
Posted ৪:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta