আজ, Wednesday


২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের ডাকা হরতালের প্রতিরোধে বিএনপির অবস্থান

সোমবার, ২১ জুলাই ২০২৫
আ.লীগের ডাকা হরতালের প্রতিরোধে বিএনপির অবস্থান
সংবাদটি শেয়ার করুন....

মোঃ নয়ন শেখ : আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে সারাদেশে হরতালের ঘোষাণার প্রতিবাদে কুষ্টিয়া কুমারখালীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বিএনপি। রবিবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমারখালী রেল ষ্টেশন চত্বরে কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং মানুষের জানমাল রক্ষায় এই কর্মসূচি জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার বলেন, পতিত আওয়ামী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এই সময় উপস্থিত ছিলেন, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন, খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান আনিস , সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, আমিরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম জিনাল, যুবদল নেতা হাসনাত ফেরদৌস সামি। শুক্রবার রাতে আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে সারাদেশে হরতালের ঘোষনা দেয়। সেই লক্ষ্যে ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদেরকে কোনভাবেই দেশের মাটিতে মাথাছাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আজকে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪১ অপরাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com