আজ, Tuesday


১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ

শনিবার, ২১ জুন ২০২৫
অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : অগ্রণী ব্যাংক পিএলসি শনিবার (২১ জুন) থেকে তাদের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২০ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এতে জানানো হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে এজেন্ট ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও গ্রাহকরা অগ্রণী ব্যাংকের যেকোনও শাখা থেকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবেন।

এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধের পেছনে কোনও কারণ উল্লেখ না করলেও ব্যাংকটি জানিয়েছে, এটি অনিবার্য কারণে বন্ধ রাখা হচ্ছে। এ সিদ্ধান্তে গ্রাহকরা যে সাময়িক অসুবিধার মুখে পড়বেন, তার জন্য দুঃখও প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির ৫৬৭টি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট রয়েছে। এসব পয়েন্ট থেকে সাধারণত নগদ জমা ও উত্তোলন, হিসাব খোলা, রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ নানা ধরনের সেবা দেওয়া হয়ে থাকে।

এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় এসব সেবা আপাতত শুধু শাখা-ভিত্তিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com