বান্দরবানের লামা ভূমি অফিসে কানুনগো সার্ভেয়ার কেউ নেই। বছর, মাসের পর মাস, সাপ্তাহের পর সাপ্তাহ ধরে সেবা প্রার্থী প্রজা সাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলাটি একটি সাবেক মহকুমা। এই উপজেলার মোট ভূমি ১ লাখ ৬৭ হাজার ২ শ্ ৩৬ একর। ২ লাখের কাছাকাছি জনসংখ্যা অধ্যুসিত এই উপজেলায় বসবাস করছে ১১ গোত্রের মানুষ। পাহাড়ি উপজেলা হেতু ভূ-আয়তনের তুলনায় জনসংখ্যা কম। এর পরেও ভূমি সংক্রান্ত বিরোধের কারণে ঘোটা সমাজ পরিমন্ডলে অস্থিরতা বিরাজ করছে। তার উপর ভূমি অফিসের জনবল সংকটে এই অস্থিরতা দিন দিন প্রকট আকার ধারণ করছে। উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড একজন আছেন। কিন্তু তার সাপোর্টেট, সার্ভেয়ার, কানুনগো না থাকায় ভূমি সংক্রান্ত কার্যক্রম বন্ধ। ফলে সেবা পাচ্ছে না স্থানীয়রা। ২ জন করে সার্ভেয়ার কানুনগোর ৪টি পদ রয়েছে এই উপজেলায়। কিন্তু দীর্ঘদিন ধরে এই দুইটি পদই শূন্য রয়েছে। ইতোপূর্বে যা একজন কানুনগো দিয়ে খুড়িয়ে ভূমি সেবা চলছিলো, মাস খানেক আগে সেও এলপিআর এ যাওয়ার পর জনবল শুন্য হয়ে পড়ে ওই পদে। এ অবস্থায় নামজারিসহ ভূমিসংক্রান্ত স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে আছে। লামা উপজেলা ভূমি অফিসের অধীনে ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা। এ কার্যালয়ে সহকারী কমিশনারসহ মোট ১৪টি পদ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ পদ সহকারী কমিশনার (ভূমি) হলেও মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ভেয়ার ও কানুনগো। এসিল্যান্ড না থাকলে ওই পদে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করতে পারেন। অপর দিকে সার্ভেয়ার, কানুনগো; এ দু’জনের দায়িত্ব অন্য কেউ পালন করতে পারেনা। কানুনগো সার্ভেয়ার যে কোনো একজন, অপরজনের কাজ করতে পারে। এই দুই পদবীর কেউ-ই না থাকলে সে ক্ষেত্রে কার্যক্রম চালিয়ে যাওয়ার কোনো বিকল্প সুযোগ নেই। যার ফলে এই দুইটি পদে ৪ জনের কোঠা পুরোটাই শুণ্য হয়ে পড়ায় লামা ভূমি অফিস বলা যায় এখন অচল। প্রতিদিন সেবা প্রার্থী লোকজন এসে ভিড় করলেও জনবল সংকটের কারণে তাদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পদ শুণ্যের বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষ জানে। শুণ্য পদ পূরণের জন্য সংশ্লিষ্টদের নিকট পত্র প্রেরন করা হয়েছে। পার্বত্য এই উপজেলায় ভূমি সেবা নিশ্চিত করা গেলে সর্গ সুখে বসবাস করতে পারবে প্রজারা। এমন মন্তব্য স্থানীয়দের। বিষয়টি কর্তৃপক্ষ নজরে আনা দরকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।