আজ, শুক্রবার


১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কানাডার নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত রেকর্ড ২২ প্রার্থীর জয়

শনিবার, ০৩ মে ২০২৫
কানাডার নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত রেকর্ড ২২ প্রার্থীর জয়
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :

কানাডায় ২০২৫ সালের জাতীয় নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থীদের ঐতিহাসিক সাফল্য দেখা গেছে। এই নির্বাচনে মোট ২২ জন পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থী হাউস অব কমন্সে জয়লাভ করেছেন, যা দেশটির পার্লামেন্টের মোট সদস্য সংখ্যার ছয় শতাংশেরও বেশি।

ব্র্যাম্পটন শহরে, যেখানে পাঞ্জাবি সম্প্রদায়ের প্রভাব অনেক বেশি, সেখানে ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শহরের পাঁচটি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।

ব্র্যাম্পটন নর্থে লিবারেল দলের রুবি সাহোতা কনজারভেটিভ প্রার্থী আমনদীপ জাজকে পরাজিত করেন। ব্র্যাম্পটন ইস্টে লিবারেল দলের মানিন্দর সিদ্ধু কনজারভেটিভ বব দোসাঞ্জকে হারান এবং ব্র্যাম্পটন সাউথে লিবারেল সোনিয়া সিদ্ধু কনজারভেটিভ সুখদীপ কাংকে পরাজিত করেন।

অন্যদিকে, কনজারভেটিভ পার্টির পক্ষে জয়ী হয়েছেন: জসরাজ হাল্লান, দলবিন্দর গিল, অমনপ্রীত গিল, অর্পণ খান্না, টিম উর্পাল, পরম গিল, সুখমান গিল, জাগশরণ সিং মহল এবং হারব গিল।

তবে সব পাঞ্জাবি নেতার ফল সুখকর হয়নি। নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতা জগমীত সিং তার বার্নাবি সেন্ট্রাল আসনে তৃতীয় হয়ে পরাজিত হন এবং এরপর এনডিপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এই ফলাফল কানাডার রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে।

এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে, কানাডার রাজনীতিতে পাঞ্জাবি-শিখ সম্প্রদায়ের প্রভাব ক্রমশ বাড়ছে এবং তারা বিশ্বের অন্যতম প্রগতিশীল গণতন্ত্রে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com