আজ, বৃহস্পতিবার


১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কলমের ব্যবহার শুরু করেছিলেন যে নবি

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
কলমের ব্যবহার শুরু করেছিলেন যে নবি
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : প্রথম মানুষ ও আল্লাহর প্রথম নবি আদমের (আ.) জীবনকালেই ইদরিসের (আ.) জন্ম হয়। তিনি ছিলেন আদমের (আ.) পর আল্লাহর প্রথম নবি। তিনি হজরত নুহের (আ.) বা তার বাবার দাদা ছিলেন।ইবনুল জাওযি (রহ.) তার পূর্ণ বংশধারা বর্ণনা করেছেন এভাবে: ইদরিস (আ.) ইবনে ইয়ারিদ ইবনে মাহলাইল ইবনে কাইনান ইবনে আনুশ ইবনে শিস ইবনে আদম (আ.) আরেকটি বর্ণনায় এসেছে, তিনি হলেন ইদরিস ইবনে ইয়ারিদ ইবনে মাহলাইল ইবনে কাইনান ইবনে তাহির ইবনে হিব্বা যিনি শিস ইবনে আদম। (আল মুনতাজিম ফি তারিখিল মুলুকি ওয়াল উমাম)তার জন্মস্থান নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলেন তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন, কেউ বলেন তিনি ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন, আবার কারও মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন।হজরত আদমের (আ.) মৃত্যুর পর আল্লাহ তাআলা ইদরিসকে (আ.) নবুয়্যত দান করেন। তিনি মানুষকে আল্লাহর ইবাদত করতে বলতেন। আল্লাহ পছন্দ করেন ও সন্তুষ্ট হন এমন নেক কাজ করতে বলতেন। আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ থেকে বিরত থাকতে বলতেন। নিজের জন্মভূমির অল্পসংখ্যক মানুষ তার অনুসরণ করেছিল এবং অধিকাংশ মানুষ বিরোধিতা করেছিল। এক পর্যায়ে তিনি তার অনুসারীদের নিয়ে মিশরে হিজরত করেন। মিশরে নীলনদের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। ইদরিস (আ.) ওই স্বল্পসংখ্যক নবিদের অন্যতম যাদের উল্লেখ কোরআনে এসেছে। কোরআনে আল্লাহ তাআলা তাকে নবি ও সত্যবাদী হিসেবে উল্লেখ করেছেন। তাই তার নবুয়্যতের ওপর ইমান আনা অর্থাৎ তাকে নবি বলে স্বীকার ও বিশ্বাস করা আমাদের ইমানের অংশ।কোরআনে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন,

وَ اذۡكُرۡ فِی الۡكِتٰبِ اِدۡرِیۡسَ اِنَّهٗ كَانَ صِدِّیۡقًا نَّبِیًّا وَّ رَفَعۡنٰهُ مَكَانًا عَلِیًّا

আর স্মরণ কর এই কিতাবে ইদরিসকে। সে ছিল পরম সত্যনিষ্ঠ নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমুন্নত করেছিলাম। (সুরা মারিয়াম: ৫৬, ৫৭)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন,

وَ اِسۡمٰعِیۡلَ وَ اِدۡرِیۡسَ وَ ذَاالۡكِفۡلِ كُلٌّ مِّنَ الصّٰبِرِیۡنَ
আর স্মরণ কর ইসমাঈল, ইদরিস ও যুল্ কিফলের কথা, তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। (সুরা আম্বিয়া: ৮৫)

হজরত ইদরিসকে (আ.) আল্লাহ তাআলা নবুয়্যতের পাশাপাশি প্রখর মেধা ও সৃজনশীলতা দান করেছিলেন। বর্ণিত রয়েছে, তিনি তার যুগে প্রচলিত ৭২টি ভাষায় কথা বলতে পারতেন। হাদিসে এসেছে, দুনিয়ায় মানুষের মধ্যে প্রথম কলম ব্যবহার করেন হজরত ইদরিস (আ.)। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ওপর নাজিলকৃত বাণীসমূহ কলম দিয়ে লিখে রাখতেন। নবিজি (সা.) বলেন, চারজন নবি ছিলেন সুরিয়ানি ভাষাভাষী; আদম (আ.), শীস (আ.), আখনুখ (আ.) — তিনিই ইদরিস (আ.) এবং তিনিই সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন, এবং নুহ (আ.)। (সহিহ ইবনে হিব্বান: ৩৬২)

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com