আজ, শনিবার


১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

এবার ভারতীয় ভিসা স্থগিত করল পাকিস্তান, যুদ্ধের হুমকি

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
এবার ভারতীয় ভিসা স্থগিত করল পাকিস্তান, যুদ্ধের হুমকি
সংবাদটি শেয়ার করুন....

গনবার্তা ডেক্স :

‘সিন্ধু পানি চুক্তি’ অনুযায়ী পাকিস্তানের অধিকারভুক্ত পানি প্রবাহ বন্ধ বা অন্যদিকে মোড়ানো হলে, তা যুদ্ধ ঘোষণার সমান হবে এবং এর জবাব জাতীয় ক্ষমতার সমস্ত স্তরের পূর্ণ শক্তি প্রয়োগের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেশটির শীর্ষ নিরাপত্তা কমিটি এক জরুরি বৈঠকে কয়েক ঘণ্টার আলোচনা শেষে ভারতের পদক্ষেপগুলোর জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সার্ক ভিসা এক্সেমশন স্কিমের অধীনে ভারতীয়দের দেওয়া পারমিট ও অন্যান্য সমস্ত ভিসা স্থগিত করেছে পাকিস্তান। একইসঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনৈতিক কর্মীর সংখ্যা কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্পষ্টত ভারতের আগের দিনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া।

এছাড়া, দীর্ঘদিনের ‘সিন্ধু পানি চুক্তি’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার জবাবে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানিয়েছে, চুক্তির আওয়াতায় পানি প্রবাহ বন্ধ বা অন্যদিকে মোড়ানো হলে, তা যুদ্ধ ঘোষণার সমান হবে এবং এর জবাব জাতীয় ক্ষমতার সমস্ত স্তরের পূর্ণ শক্তি প্রয়োগের মাধ্যমে দেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, এই হুঁশিয়ারির ভবিষ্যত অনেক ভয়াবহ হতে পারে। কারণ সিন্ধু এবং এর শাখা নদী-ঝিলম ও চেনাব পাকিস্তানে প্রবাহিত হয় এবং এসব নদীর ওপর নির্ভরশীল কোটি কোটি মানুষ । ইতোমধ্যেই পানির সঙ্কটে ভোগা পাকিস্তানের জন্য এই নদীগুলোর পানি সরবরাহ বন্ধ হলে দেশের অর্থনীতি ও জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।

এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় জল ও কূটনীতির যুদ্ধ যেন নতুন মাত্রা নিচ্ছে, যা দুই দেশের সম্পর্কে গভীর সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত সরকার। এরই প্রেক্ষিতে বুধবার রাতে কেবিনেট সিকিউরিটি কমিটির একটি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, ভারত-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, দুই দেশের মধ্যে বিদ্যমান পানি বণ্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের কিছু ভিসা বাতিল ও দুই দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।

এছাড়া, উভয় দেশের হাই কমিশনের কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ১ মে’র মধ্যে কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com