গণবার্তা রিপোর্ট :
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবিপিএলসি) ও লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন ও হাসপাতালের এমডি মোহাম্মদ শাহ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় লুবানা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিসের (এপিপিএস) বিশেষ সুবিধা পাবেন। অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ মজিবুর রহমান, এভিপি মোহাম্মদ মোজাহারুল ইসলাম চৌধুরী ও গাজী মোস্তাফিজুর রহমান এবং লুবানা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক আপেল মাহমুদ ও চিফ অ্যাকাউন্ট অফিসার শরিফুল ইসলাম রাসেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta