গণবার্তা রিপোর্ট :
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নড়িয়া উপশাখার কাযর্ক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমডি মতিউল হাসান। এ সময় ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান উপস্থিত ছিলেন। অন্যদিকে নড়িয়া উপশাখায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল, ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, ভোজেশ্বর শাখাপ্রধান মো. আশরাফুল ইসলাম, নড়িয়া উপশাখার ইনচার্জ মো. আশিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta