আজ, সোমবার


১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

চুলের খুশকি রোধে নিম পাতার ঘরোয়া উপায়

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
চুলের খুশকি রোধে নিম পাতার ঘরোয়া উপায়
সংবাদটি শেয়ার করুন....

লাইফস্টাইল ডেস্ক :

শ্যাম্পুর মধ্যে এমন সব ক্ষতিকর রাসায়নিক থাকে যে, সেগুলি খুশকির সঙ্গে সঙ্গে মাথার ত্বকের নিজস্ব তেলও ধুয়ে সাফ করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ।

মাথায় খুশকির সমস্যা আমাদের অনেকেরই। সাধারণ তেল বা শ্যাম্পুতে কাজ হয় না। তাই দোকান থেকে কিনে আনা হয় খুশকিনাশক (অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু)। এই ধরনের শ্যাম্পু ব্যবহার করার সমস্যা একটিই। শ্যাম্পুর মধ্যে এমন সব রাসায়নিক থাকে যে, সেগুলি খুশকির সঙ্গে সঙ্গে মাথার ত্বকের নিজস্ব তেল ধুয়ে সাফ করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ।

তবে খুশকি তাড়ানোর অন্য উপায়ও রয়েছে। অনেকেই জানেন, এ ক্ষেত্রে নিম বেশ কার্যকরী। নিমের তেল মাখলে বা নিমপাতা ফোটানো জল দিয়ে চুল ধুলে মাথার ত্বকের এমন সমস্যা রোধ করা যায়। তবে অনেকেই হয়তো তা নাও জেনে থাকতে পারেন। নিম দিয়ে বাড়িতে শ্যাম্পু বানানোর পদ্ধতি জানা না থাকলে জেনে নিন এখনই!

নিমপাতা দিয়ে ঘরোয়া শ্যাম্পু তৈরির সহজ পদ্ধতি

যা যা লাগবে:

• ৭-৮টি রিঠা
• এক মুঠো শুকনো আমলকি
• এক মুঠো নিমপাতা
• পর্যাপ্ত পরিমাণে পানি

যেভাবে বানাবেন:

১) প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটতে দিন। ।
২) এরপর তাতে ৭-৮টি রিঠা দিন এবং আঁচ কমিয়ে দিন।
৩) রোদে শুকনো করা এক মুঠো আমলকি দিয়ে দিন পানিতে।
৪) এই মিশ্রণ ১০ মিনিট ভালো করে ফুটিয়ে নিন।
৫) শেষে এক মুঠো নিমপাতা দিয়ে গ্যাস বন্ধ করুন এবং পাত্রটি ৫ মিনিট ঢেকে রাখুন।
৬) মিশ্রণ ঠাণ্ডা হলে হাত দিয়ে ভালো করে চটকে নিন।
৭) তারপর ছাঁকনি বা পাতলা কাপড় দিয়ে ছেঁকে তরলটা আলাদা করে নিন।

যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে চুল ভিজিয়ে নিন।
• প্রথমে জল দিয়ে চুল ভিজিয়ে নিন। তার পর এই নিমের তরল মিশ্রণ মাথার ত্বকে মেখে নিন।
• হাতের আঙুল দিয়ে মাসাজ করুন কিছুক্ষণ। পুরো চুলে ওই তরল মেখে রাখুন।
• কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

কিন্তু হাতে যদি এত সময় না থাকে তা হলে কী করবেন?

নিত্য ব্যবহারের যে কোনও শ্যাম্পুর সঙ্গে অল্প নিমপাতা ফোটানো জল বা নিমপাতা গুঁড়ো মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করুন। খুশকি, মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ কিংবা পরজীবীর উপদ্রবের সমস্যাই থাকবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com