আজ, শনিবার


১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লেবু শরবতের স্বাদ বাড়াবে বিশেষ দুই উপাদান

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
লেবু শরবতের স্বাদ বাড়াবে বিশেষ দুই উপাদান
সংবাদটি শেয়ার করুন....

লাইফস্টাইল ডেস্ক : গরমকে বশে রাখতে চান? তাহলে লেবু দিয়ে বিশেষভাবে একটি শরবত বানিয়ে নিন। এ পানীয় শরীরকে পানিশূন্যতার হাত থেকে বাঁচাবে আবার গরমেও দেবে শীতল প্রশান্তি। রেস্টুরেন্ট স্টাইলে লেবুর শরবত তৈরিতে বিশেষ দুটি উপাদান প্রয়োজন। এ দুটি উপাদান লেবু শরবতের স্বাদ বাড়িয়ে তুলবে দ্বিগুণ। রেস্টুরেন্ট স্টাইলে লেবুর শরবত তৈরিতে বিশেষ দুটি উপাদান প্রয়োজন। এ দুটি উপাদান লেবু শরবতের স্বাদ বাড়িয়ে তুলবে দ্বিগুণ।

তীব্র গরমে শরীরে পানির চাহিদা পূরণ করতে অনেকেই শুধু পানি খেতে বিরক্ত বোধ করেন। অনেকে আবার এ কারণে পানিই কম খান। কিন্তু এমনটা করা যাবে না। সুস্বাস্থ্য নিশ্চিতে প্রতিদিন ৩ লিটার পানি খাওয়ার অভ্যাস আপনাকে নিশ্চিত করতে হবে। তাই পর্যাপ্ত পানি খাওয়ার জন্য বেছে নিতে পারেন সুস্বাদু কিছু শরবতকে। যার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো লেবু শরবত অনেকেই লেবুর শরবত বাড়িতে তৈরি করেন কিন্তু মোটেও তা সুস্বাদু হয় না। যারা রেস্টুরেন্টের লেবুর শরবত খেয়েছেন তারা ভালো করেই জানেন ঘরে ও রেস্টুরেন্টে তৈরি লেবুর শরবতে আকাশ পাতাল পার্থক্য। তাই আসুন বাড়িতে সুস্বাদু লেবুর শরবত তৈরির একটি রেসিপি জেনে নিই- প্রয়োজনীয় উপকরণ: রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে লেবু শরবত তৈরি করতে লাগবে ডাটা ছাড়া সবুজ পুদিনা পাতা এক কাপ, খোসা সহ কচি শসার কুচি ২ কাপ। বিশেষ এ দুটি উপাদানের সাথে লাগবে গোল মুসাম্বি লেবু ২টি (রসের জন্য), চিনি ১ টেবিল চামচ, পানি দেড় লিটার, লবণ ও বিট লবণ পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন: বাড়িতে এই শরবত তৈরি করতে প্রথমে লেবুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কমলার কোষের মতো কেটে নিন। এরপর ব্লেন্ডারে খোসা ছাড়ানো লেবুর কোয়া ও সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ডারের ঢাকনা খুলে চেক করে নিন লবণ ও চিনির স্বাদ। পছন্দসই না হলে প্রয়োজনমতো চিনি, লবণ দিয়ে আবারও একবার ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন ব্লেন্ড হয়ে গেলে স্টিলের একটি ছাকনিতে সবুজ রংয়ের পানীয়টি ছেঁকে গ্লাসে ঢালুন। এবার তৈরি করা শরবত ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। হালকা ঠান্ডার পরিবর্তে আরও একটু বেশি ঠান্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com