আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতিতে ইসরায়েল-হামাস

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
যুদ্ধবিরতিতে ইসরায়েল-হামাস
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :

দীর্ঘ দিন ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও দখলদার ইসরায়েল। (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং হামাস গাজায় শত্রুতা বন্ধ করতে এবং ফিলিস্তিনি বন্দীদের জন্য ইসরায়েলি জিম্মি বিনিময়ের জন্য একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সহায়তায় কয়েক মাসের তীব্র আলোচনার পর এই অগ্রগতি আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েল ও হামাসের দীর্ঘদিনের সংঘর্ষের ৪৬ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এছাড়া, কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত, অস্থায়ী আশ্রয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের অবসানের দিকে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প একটি দ্রুত সমাধানের জন্য তার আকাঙ্ক্ষার বিষয়ে সোচ্চার ছিলেন, জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com