গণবার্তা রিপোর্ট :
ধারাবাহিক বীমা দাবী পরিশোধের অংশ হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যশোর অঞ্চলের বীমা গ্রাহকের মাঝে ১৩জানুয়ারি, ২০২৫ বীমা দাবির চেক হস্তান্তর ও অর্ধবার্ষিকী ব্যবসা সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ব্যবসা সমাপনী সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta