গণবার্তা রিপোর্ট :
পবিত্র রমজানের আগেই বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) নির্বাচন করার অনুরোধ জানানো হয়েছে ৪ নভেম্বর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেনকে লেখা এক চিঠিতে এ অনুরোধ জানান
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০২৩-২০২৪ নির্বাহী কমিটির মেয়াদ আগামী ৮ এপ্রিল, ২০২৫ তারিখে শেষ হবে। আগামী ২০২৫ সালের মার্চ মাস জুড়ে পবিত্র রমজান মাস থাকবে। সেহেতু বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নভেম্বর ৪, ২০২৪ তারিখের ২১৯তম নির্বাহী কমিটির সভায় আগামী রমজানের পূর্বেই নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচনী বোর্ডকে একটি অনুরোধ পত্র প্রেরণের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায়, আগামী রমজান মাসের পূর্বে নির্বাচনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য চিঠিতে বিনীতভাবে অনুরোধ করা হয়।
Posted ৩:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta