গণবার্তা রিপোর্ট : ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। আইবিটিআরএর অধ্যক্ষ খোন্দকার মো. মুনীরুল আলম আল-মামুনের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, এসইভিপি মো. মাকসুদুর রহমান, এসভিপি আবদুল হামিদ মিয়া ও মো. শহিদুল ইসলাম। ব্যাংকের অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta