গণবার্তা রিপোর্ট : সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) (২৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান মো. আকিকুর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম. এ. কাশেম, সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস দুলুমা আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস জোসনা আরা কাশেম, পর্ষদের পরিচালকবৃন্দের মধ্যে মিসেস রেহানা রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক- এশিয়া ইন্স্যুরেন্স লি.), স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের উদ্যোক্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটর্ফমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় অন্যান্য এজেন্ডর সঙ্গে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta