গণবার্তা রিপোর্ট :
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএআইসিএল) এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (পিএফসিএমএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী পিএফসিএমএল বীমা কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেব আইপিওর দায়িত্ব পালন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মো. বাকির মুরশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মো. আনোয়ার হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা এবং ফারুক আহমেদ ও কোম্পানি সচিব উপস্থিত ছিলেন। ইস্যু ব্যবস্থাপকের পক্ষে মো. রেজাউল হক, ব্যবস্থাপনা পরিচালক, আব্দুল মান্নান এফসিএ, প্রধান অর্থ কর্মকর্তা এবং মোহাম্মদ রাজিবুল ইসলাম, পিএফসিএমএল ইস্যু ব্যবস্থাপনা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta