নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলায় সৃষ্ট সমস্যা নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটিতে পৌঁছেছেন। (২১ সেপ্টেম্বর) দুপুরে হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাঙামাটি সার্কিট হাউজ হেলিপ্যাডে এসে পৌঁছান তারা। পরে সেনানিবাসের প্রান্তিক হলে বৈঠকে যোগ দেন। প্রতিনিধি দলে রয়েছেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় ডিজিএফআই, এনএসআই প্রধান, আইজিপি, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি, বিভাগীয় কমিশনারসহ সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এই সভায় রাঙামাটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, চাকমা সার্কেল চিফসহ বিভিন্ন রাজনৈতিক দল ও আঞ্চলিক দলের প্রতিনিধিবৃন্দ অংশ নেন ।
Posted ৮:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta