গণবার্তা রিপোর্ট:
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের “২০২৪ সালের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক পরিকল্পনা সভা” সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রথম ভাইস প্রেসিডেন্ট ও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং নিরপেক্ষ পরিচালক আহসান ইবনে কবির। অন্যান্যের মধ্যে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও মোহাম্মদ তারেক এফসিএ, এক্সিকিটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নিজাম উদ্দিন আনিস ও মিঞা মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এন. সি. রুদ্র।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta