আজ, শনিবার


১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এক লাখ লিটার বিশুদ্ধ পানি নিয়ে গার্ডিয়ান লাইফ বন্যা কবলিত মানুষের পাশে

শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
এক লাখ লিটার বিশুদ্ধ পানি নিয়ে গার্ডিয়ান লাইফ বন্যা কবলিত মানুষের পাশে
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট:
দেশের পূর্বাঞ্চলে দেখা দিয়েছে সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ বন্যা। এ পরিস্থিতিতে বন্যার্ত মানুষের সেবায় এগিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । এই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রতিষ্ঠানটি ব্র্যাক-এর মাধ্যমে ১ লাখ লিটারেরও বেশী বিশুদ্ধ পানি সরবরাহ করেছে; এতে ব্যয় হয়েছে প্রায় ১২ লাখ টাকা। ২০ আগস্ট শুরু হওয়া এই বন্যার কারণে ১১ জেলার ৭৭টি উপজেলায় ৪৫ লাখেরও বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ফলে ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ এবং দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। বিশুদ্ধ পানির অভাবে বন্যা দুর্গত এলাকায় কলেরা, টাইফয়েড এবং ডায়রিয়ার মতো জলবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে গার্ডিয়ান লাইফ বিশুদ্ধ পানি সরবরাহ করছে। এতে বন্যা কবলিত কিছু এলাকার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে কিছুটা সহায়তা হবে বলে আশা করা যাচ্ছে। এনজিও ও সরকারি-বেসরকারি সংস্থাসহ দেশের জনসাধারণ একত্রিত হয়ে এই দুর্যোগ মোকাবিলায় বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। সবাই যে যার জায়গা থেকে এই কঠিন সময়ে বন্যায় আক্রান্ত মানুষের পাশে থাকার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংকট মোকাবিলা এবং দুর্ভোগের সময় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে গার্ডিয়ান লাইফ প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com