মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় গাছুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা করা হয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে এই কর্মীসভা করেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন, গাছুয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. তারিকুল হাসান খান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক হাজী বাবুল আকন, গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দীন ব্যাপারী, আ.লীগ নেতা আবুল কালাম আজাদ, ডলার খান, তরিকুল ইসলাম পলাশ, কাজী জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অধ্যাপক নাসির উদ্দীন, গাছুয়া ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, গাছুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি এবায়দুল আকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম, গাছুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন সরদার প্রমুখ।
Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta