গণবার্তা রিপোর্ট ॥ দীর্ঘ প্রক্রিয়ায় তিন ধাপে প্রায় দেড় লাখ আবেদন থেকে যাচাই-বাছাই শেষে নতুন করে আরো এক হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত মঙ্গলবার ২ জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই গেজেট প্রকাশ করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এ তালিকা অনুমোদন হয়। মুক্তিযোদ্ধাদের এই গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ওয়েবসাইটে (িি.ি নমঢ়ৎবংং.মড়া.নফ) পাওয়া যাবে।
Developed by: Engineer BD Network