ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে দু’গ্রুপের সংঘর্ষ নিহত ১ ॥ পুলিশসহ অর্ধশতাধিক আহত

দৈনিক গণবার্তা
জুলাই ৬, ২০২০ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ ছত্রভঙ্গ করতে পুলিশের ছুড়া রাবার বুলেটে বিল্লাল (৪৮) নামের একজন নিহত হয়েছেন।এঘটনায় ৬ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।
ঘটনাটি ৬ জুলাই সোমবার লো সাড়ে ১০ টায় উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার এলাকায় ঘটেছে। নিহত বিল্লাল সান্দিয়ারা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের কৃষক ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন ও ডাঁসা গ্রামের বীরমুক্তিযোদ্ধা দুলাল শেখের শিল্পপতি ছেলে মামুনের মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার চলে আসছিল।তারই জের ধরে সোমবার সকালে সান্দিয়ারা বাজারে দু’গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় পুলিশ দু’গ্রুপের সংঘর্ষ ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়লে সুমন গ্রুপের বিল্লাল গুরুতর আহত হয়।পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এঘটনায় ৬ জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়।আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে।৬ জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষেই প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। তিনি আরো বলেন,পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।