নিজস্ব প্রতিনিধি: ঠাণ্ডাজনিত রোগে গত নয়দিনে রংপুর বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আট জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ২ হাজার ৫২৫ এবং শ্বাসতন্ত্রের (এআরআই) রোগে আক্রান্ত ৬৪১ জন চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৩৭ এবং শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়ে ৭৮ জন রংপুর ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাণ্ডাজনিত রোগে মারা যাওয়া ছয়জনের মধ্যে মধ্যে চারজনই মারা গেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ১৪ জানুয়ারি জয়পুরহাটের ক্ষেতলালে আব্দুল জলিল (৫৩), ১৫ জানুয়ারি লালমনিরহাট সদর উপজেলার খাতাবাড়ীতে এক নবজাতক, ১৬ জানুয়ারি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আব্দুল আলীম (৯০) এবং ১৯ জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর উপজেলার আব্দুর রশিদ (৫৫) মারা যান। বাকি দুজনের মৃত্যু হয়েছে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। তারা সবাই শ্বাসতন্ত্রের সমস্যা, ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় ভুগছিল।
Posted ৪:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta