মোঃ আফজাল হোসেন (কালিহাতী) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, কালিহাতী থানার এএসআই রায়হান মোল্লার নেতৃত্বে সোমবার (১৮ আগস্ট ২০২৫) কালিহাতী থানাধীন সিঙ্গাইর এলাকার শাহিন সিনেমা হলের সামনে নিরঞ্জন শীলের সেলুন দোকানের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ১ গ্রাম) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন হাজার টাকা। এ ঘটনায় দত্তগ্রাম এলাকার ফরিদের ছেলে মো. আকাশ (২০) কে আটক করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়।
অন্যদিকে, রোববার (১৭ আগস্ট ২০২৫) কালিহাতী থানাধীন কাজিবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আবুল কাশেমের মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো এক কেজি ৩০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার টাকা। এ ঘটনায় একই এলাকার আবুল কাশেমের স্ত্রী মোছা. রেখা বেগম (৩৬) কে আটক করা হয়। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়।
কালিহাতী থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta