শেখ মোঃ হুমায়ুন কবির : গাজীপুরের শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নির্বাচনে আব্দুল মালেক সভাপতি ইসমাইল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ৯ আগস্ট ২০২৫ শনিবার, গাজীপুর শহরস্ত মুন্সিপাড়া সমিতির নিজস্ব কার্যালয়ে বেলা ১১ টায় থেকে শুরু হয়ে দুপুর ২:টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহ আলম শিকদার এবং সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন নির্বাচিত দের নাম ঘোষণা করেন।
গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের শ্রীপুর উপজেলা শাখা’র কার্যকরী কমিটির দ্বিবার্ষিক এ নির্বাচনে তিনটি পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন হাসপাতাল মানিকগণ।
এতে মাওনা সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, এম এন আহসান ইসমাইল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, মোঃ জহিরুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাজহারুল ইসলাম।
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি মোঃ আশরাফুজ্জামান খান মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুনাইদ হাবিব রুবেল, অর্থ সম্পাদক মীর মোঃ জহিরুল ইসলাম, ধর্ম সাহিত্য ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মোঃ সোহেল মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মমিন উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শরিফ।
Posted ১০:০৭ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta