কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে স্মার্ট কার্ড সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের স্বর্ণের চেইন চুরির ঘটনায় চারজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে শনিবার দুপুরে চুরি মামলা দায়ের করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ আগস্ট ২০২৫ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কালিহাতী থানাধীন সল্লা সমবায় উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা লাইনে তিন থেকে চারশ’ জন স্মার্ট কার্ড সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। এসময় একই লাইনে হঠাৎ চারজন বোরকা পরিহিত নারী ঢুকে পড়ে ঠেলাঠেলি শুরু করে। এক পর্যায়ে কৌশলে তিনজন নারীর গলা থেকে মোট ১ ভরি ১ আনা ওজনের তিনটি স্বর্ণের চেইন চুরি করে নেয় তারা।
ভুক্তভোগীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক কালিহাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার নারীকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মীর রজব আলীর মেয়ে মোছাঃ জমেলা বেগম (৩৬) একই এলাকার মোঃ মজিবর রহমানের মেয়ে জুলেখা (৪১), ছুট্টু মিয়ার মেয়ে শেলী (২২) ও লাখাই থানার আব্দুল জলিলের মেয়ে ফাতেমা (২৭)।
কালিহাতী থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান জানান, শনিবার (০৯ আগস্ট) এ ঘটনায় একটি চুরি মামলা রুজু করা হয়। গ্রেফতার চার নারী আসামি ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও এক পুরুষ আসামিসহ মোট পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta