গণবার্তা রিপোর্টার : গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হয় শত শত শিক্ষার্থী। সেখানে বর্তমানে ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে বিক্ষোভ করছেন তারা। যুক্ত হয়েছেন অভিভাকরাও।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের অবরুদ্ধ দুই উপদেষ্টাকে ঘিরে বাড়ছে উত্তেজনা। থেমে থেমে কলেজের ভেতরে প্রবেশের চেষ্টা করছে শিক্ষার্থীরা। ভেতরে অবরুদ্ধ উপদেষ্টাদের লক্ষ্য করে বাইরে থেকে ইট, পানির বোতল, লাঠি নিক্ষেপ করছে তারা।
এদিকে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হয় শত শত শিক্ষার্থী। সেখানে বর্তমানে ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে বিক্ষোভ করছেন তারা। যুক্ত হয়েছেন অভিভাকরাও। বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু হয়েছে সকালে। বর্তমানে ক্যাম্পাসে প্রায় দুই শতাধিক পুলিশ প্রবেশ করেছে। শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ উড়োজাহাজ বাতিল ও প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।
Posted ২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta