গত ১০/০৪/২৩ বাংলাদেশ ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে,সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলকক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান( রকি) কে বহিষ্কার করেছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক , অতপর পূর্ণরায় প্রেস বিজ্ঞপ্তি ২৪/০৬/২০২৩, শনিবার বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, রবিন হাসান রকির আবেদনের প্রেক্ষিতে রবিন হাসান (রকি) কে পূর্ণরায় বাংলাদেশ ছাত্রলীগ বেলকুচি উপজেলা শাখা সভাপতি উপর আরোপিত সাময়িক বহিষ্কারাদের প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তারই ধারাবাহিকতায় আনন্দ মেতে উঠেছে বেলকুচি উপজেলা ছাত্রলীগ।বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান( রকি) দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকা প্রতিবেদককে জানান।আমি কোনো দিন সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলকক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হবে এমন কোনো কাজের সঙ্গে জড়িত ছিলাম না,আমি ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম।কেন্দ্রের নির্দেশে আমাকে পূর্ণরায় বহাল রেখেছে।আমাকে পূর্ণরায় বহাল রাখার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ও জেলা ছাত্র লীগ সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ ৫( বেলকুচি চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি মহোদয় কে ধন্যবাদ জানাই। বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও
বেলকুচি উপজেলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ উৎস সহ উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর উদ্দেশ্য বলেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেলকুচি উপজেলা ছাত্রলীগ গতিশীল করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা
শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সকল নেতৃত্ব প্রস্তুত আছে এবং থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।