গণবার্তা রিপোর্টার: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আকতার উদ্দিন আহমেদ। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগ প্রধানের দায়িত্বে ছিলেন। গতকাল ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৭ ডিসেম্বর তাকে পদোন্নতি দেয়া হয়।
শেখ আকতার উদ্দিন আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২৫ বছরের দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি ফরেন এক্সচেঞ্জ অপারেশনস, ক্রেডিট অপারেশনস, ফরেন রেমিট্যান্স, জেনারেল ব্যাংকিংসহ ওভারসিজ অপারেশনসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিশেষত, দীর্ঘ এক যুগ তিনি মালয়েশিয়ায় এনবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডিয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ৩:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta