আজ, রবিবার


৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লংকাবাংলা ফাইন্যান্স ও আহ্ছানিয়া মিশন উদ্যোগে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
লংকাবাংলা ফাইন্যান্স ও আহ্ছানিয়া মিশন উদ্যোগে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল হাসপাতালটিতে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের এমডি ও সিইও খাজা শাহরিয়ার এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. জাকির হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

লংকাবাংলা ফাইন্যান্সের এমডি ও সিইও খাজা শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবা সুবিধার উন্নতিতে অবদান রাখতে পেরে লংকাবাংলা ফাইন্যান্স গর্বিত। আমরা বিশ্বাস করি, এ ডায়ালাইসিস সেন্টার উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করবে। এর মাধ্যমে সামাজিক কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার আরো সুদৃঢ় হবে।’

আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. জাকির হাসান হাসপাতাল প্রকল্পের অগ্রগতিতে অগ্রণী ভূমিকার জন্য লংকাবাংলা ফাইন্যান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের হাসপাতাল জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিডনির সমস্যায় আক্রান্ত রোগীরা এ ডায়ালাইসিস সেন্টার থেকে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন বলে আমি আশা করি ।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব অপারেশনস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম কামরুজ্জামান, বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল, আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের প্ল্যানিং, ডেভেলপমেন্ট ও মনিটরিং বিভাগের পরিচালক স্থপতি কাজী শামিমা শারমিন, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এএমএম শরীফুল আলম, নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আব্দুল হামিদ এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং বিভাগের সহকারী পরিচালক ডা. একেএম শাহরিয়ার।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com