

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব বলেন, জামায়াতসহ কয়েকটি দল জোর করে তাদের দাবি আদায় করতে চাইছে। তারা গণভোটের দাবি তুলেছে, কিন্তু বিএনপি সেই দাবি সমর্থন করে না। তিনি বলেন, বিএনপি এ ধরনের প্রক্রিয়া মানবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগের মতো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিতে চায় না বলেও জানান তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, জামায়াতসহ কয়েকটি দল জোর করে তাদের দাবি আদায় করতে চাইছে। তারা গণভোটের দাবি তুলেছে, কিন্তু বিএনপি সেই দাবি সমর্থন করে না। তিনি বলেন, বিএনপি এ ধরনের প্রক্রিয়া মানবে না। আওয়ামী লীগের ডাকা লকডাউনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আর পাগলামি করবেন না, জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন।তিনি আরো বলেন, বিএনপি প্রতিশোধ নয়, শান্তির রাজনীতি করতে চায়। এজন্যই তারা নির্বাচনের পথ বেছে নিয়েছে। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Posted ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta


