স্টাফ রিপোর্টার : গত ১৫ বছর ধরে বলিউড বাদশা শাহরুখ খানের ছায়া সঙ্গী পূজা দাদলানি। শাহরুখ ভক্তরাও খুব ভালোভাবে চেনেন তাঁকে। তিনি বলিউড বাদশার ম্যানেজার। শাহরুখের সমস্ত ইভেন্ট, পার্টি কিংবা বিদেশ ট্যুর, বাদশার পাশে পূজা সবসময় রয়েছেন। তাকে প্রায়শই সুপারস্টারের ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শাহরুখ খানকে ঘিরে থাকা আড়ম্বর, সাফল্য ও স্টারডমের পিছনে যিনি নীরবে, নিঃশব্দে কাজ করে চলেছেন, তিনি পূজা দাদলানি। সদ্য বিশ্বে রেকর্ড গড়েছেন শাহরুখ খান। বিশ্বের ধনীতম অভিনেতা হিসেবে নিজের জায়গা পাকা করেছেন কিং খান। এবার রেকর্ড গড়লেন পূজা! তাঁর আয়ও নেহাত কম নয়। যা রীতিমতো চমকে দেবে আপনাকে। ২০১২ সাল থেকে শাহরুখের পেশাদার জীবনের সমস্ত দিক তদারকি করে আসছেন পূজা। শুধু একজন ম্যানেজার নন, এই মুহূর্তে তিনি ‘কিং খানের’ ছায়াসঙ্গী, বিশ্বাসভাজন এবং পারিবারিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন তিনি। এক কথায় বলতে গেলে এখন পূজা শাহরুখের পরিবারের এক অংশ। শাহরুখের সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা এমনকি তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিম (কলকাতা নাইট রাইডার্স) এর বড় সিদ্ধান্তেও পূজার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী ম্যানেজার, যার ওপর নির্ভর করে শাহরুখের সমস্ত কর্পোরেট এবং মিডিয়া স্ট্র্যাটেজি সাজিয়ে থাকেন। পূজা দাদলানির বার্ষিক আয় এখন ৯ কোটি টাকারও বেশি, যা তাঁকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলিব্রিটি ম্যানেজারের স্থান দেয়। ‘এসআরকে ফ্যান ক্লাব’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২৫ সালে তাঁর বার্ষিক পারিশ্রমিক ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারে। পূজা বর্তমানে বলিউডের এক অবিচ্ছেদ্য নাম। জার্নালিজম মাসকমিউনিকেশন বিভাগে স্নাতক করা পূজা নিজের দক্ষতা, নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে জায়গা পাকা করেছেন বলিউডে। কেবল শাহরুখই নয়, আরিয়ান, সুহানা এমনকি আব্রামের ক্ষেত্রেও কোনো বিশেষ সিদ্ধান্তের প্রসঙ্গে তিনিই এগিয়ে আসেন। গৌরী খানেরও আস্থা পূজার ওপর। পূজার পরিবারকেও তাই শাহরুখ খান আগলে রাখেন। যে কোনো আনন্দ উৎসব থেকে শুরু করে বিপদে, পাশে থাকেন শাহরুখ। একইভাবে পূজাও নিজের পরিবারকে যে সময় দেন, তার থেকে অনেক বেশি সময় দেন শাহরুখের পরিবারকে। তবে কোনো শর্ত মেনে নয়, চুক্তির গণ্ডি পেড়িয়ে এখন তারা এক পরিবার।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta