গণবার্তা রিপোর্টার : বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজাবাসীদের জোরপূর্বক দক্ষিণের রাফাহে স্থানান্তরের প্রস্তাব আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এটি মেনে নেয়া হবে না। বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা খাবার ও পানি চাইতে গিয়ে শিশুসহ শত শত নিরীহ মানুষের হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। এটি ভয়াবহ যে, ৮০০’র বেশি ফিলিস্তিনি শুধু সাহায্য চাইতে গিয়ে নিহত হয়েছেন।‘ এই কঠোর ভাষার বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।যুক্তরাজ্যসহ ২৮টি দেশ গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তা চাইতে গিয়ে নিরীহ মানুষের ‘অমানবিক হত্যাকাণ্ড’ চালানোর অভিযোগ এনেছে। যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ ‘নতুন মাত্রায় পৌঁছেছে’ এবং ইসরায়েলের সহায়তা সরবরাহ ব্যবস্থা ‘বিপজ্জনক ও মর্যাদাহানিকর’। খবর বিবিসি।বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা খাবার ও পানি চাইতে গিয়ে শিশুসহ শত শত নিরীহ মানুষের হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। এটি ভয়াবহ যে, ৮০০’র বেশি ফিলিস্তিনি শুধু সাহায্য চাইতে গিয়ে নিহত হয়েছেন।‘ এই কঠোর ভাষার বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।ইসরায়েল অবশ্য এই বিবৃতিকে ‘বাস্তবতা বিচ্ছিন্ন’ বলে আখ্যায়িত করেছে এবং এর মাধ্যমে হামাসকে ‘ভুল বার্তা’ দেয়া হচ্ছে বলে দাবি করেছে। তাদের অভিযোগ, হামাস মিথ্যা তথ্য ছড়িয়ে এবং সাহায্য বিতরণে বাধা দিয়ে নতুন চুক্তি থেকে পিছিয়ে আসছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে খাবারের জন্য অপেক্ষা করছিল এমন ১০০’র বেশি মানুষ ইসরায়েলিদের গুলিতে নিহত হয়েছেন এবং শুধু শনিবার থেকে অপুষ্টিজনিত কারণে ১৯ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে এবং ৯০,০০০ নারী ও শিশু চিকিৎসা সংকটে রয়েছে জাতিসংঘও জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত নতুন সাহায্য বিতরণ ব্যবস্থা জিএইচএফ গাজার নিরাপত্তা ও মানবিক নীতিমালা লঙ্ঘন করছে। গত আট সপ্তাহে শুধু জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশে ৬৭৪ জন নিহত হয়েছেন বলে জানায় জাতিসংঘের মানবাধিকার দফতর।বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজাবাসীদের জোরপূর্বক দক্ষিণের রাফাহে স্থানান্তরের প্রস্তাব আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এটি মেনে নেয়া হবে না যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ‘আমি ইসরায়েলের নিরাপত্তার পক্ষে অটল থাকলেও গাজায় যা ঘটছে তা ইসরায়েলের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ক্ষতিকর।‘ তিনি গাজায় অতিরিক্ত ৪০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, তারাই সহায়তা প্রবেশে নেতৃত্ব দিচ্ছে এবং জাতিসংঘ সংস্থাগুলো কাজ না করে সাহায্য আটকে রাখছে। জাতিসংঘ পাল্টা দাবি করে— যুদ্ধ পরিস্থিতি, চলাচলে বাধা এবং জ্বালানির ঘাটতির কারণে তাদের কাজ ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৯,০২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta