স্টাফ রিপোর্টার : আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে কুত প্রদেশের গভর্নর জানিয়েছেন, অগ্নিকাণ্ডের তদন্ত চলছে এবং প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতে একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ। আগুনে বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। খবর আল জাজিরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, একটি পাঁচতলা ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে কুত প্রদেশের গভর্নর জানিয়েছেন, অগ্নিকাণ্ডের তদন্ত চলছে এবং প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। গভর্নরের বরাতে আইএনএ জানিয়েছে, ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায় এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta