আজ, রবিবার


১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মিয়ানমারে সংঘাত, থাই সীমান্ত দিয়ে পালালো শতাধিক সেনা

রবিবার, ১৩ জুলাই ২০২৫
মিয়ানমারে সংঘাত, থাই সীমান্ত দিয়ে পালালো শতাধিক সেনা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার  : মিয়ানমারে জাতিগত বিদ্রোহীদের তীব্র হামলার জেরে শনিবার (১২ জুলাই) পাঁচশ’র বেশি মানুষ পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে শতাধিক মিয়ানমার সেনা ও প্রায় ৪৬৭ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে থাই সামরিক বাহিনী।থাই সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) কাইয়িন রাজ্যের একটি সেনাঘাঁটিতে হামলা চালায়। এরপর ওই এলাকা থেকে পালিয়ে অনেকে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন। থাই সেনাবাহিনী ও পুলিশ সীমান্তে পালিয়ে আসা মিয়ানমার সেনাদের নিরস্ত্র করে তাদের প্রাথমিক চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে। কেএনএলএর রাজনৈতিক শাখার নেতা সাও থামাইন তুন জানিয়েছেন, সীমান্ত এলাকায় সংঘর্ষের সময় বিদ্রোহীরা কিছু সামরিক ফ্রন্ট পোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি বলেন, কিছু সেনা আমাদের পক্ষে যোগ দিয়েছে, আবার কেউ কেউ পালিয়ে থাইল্যান্ডে চলে গেছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জর্জরিত। সেনাবাহিনী এখন দেশব্যাপী জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থি প্রতিরোধ বাহিনীর সম্মিলিত জোটের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারে চলমান সংঘর্ষের কারণে এ পর্যন্ত প্রায় ৮১ হাজার মানুষ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন এদিকে, মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ মঠে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিরোধ বাহিনী ও স্থানীয়রা। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। শুক্রবার গভীর রাতে লিন তা লু নামের গ্রামে এ হামলা চালানো হয়। এক প্রতিরোধ যোদ্ধা বলেন, অন্তর্বর্তীকালীন বাস্তুচ্যুতরা ওই মঠে আশ্রয় নিয়েছিল। তারা ভেবেছিল মঠে থাকলে নিরাপদ থাকবে। কিন্তু সেখানেও বোমা ফেলা হয়েছে।হামলায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ২০১৯ সালের পর থেকে সাগাইং অঞ্চল মিয়ানমারের অন্যতম সংঘাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে সেনাবাহিনী নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে, বিশেষ করে যেখানে প্রতিরোধ বাহিনী অবস্থান নেয় বলে সন্দেহ করা হয়।মিয়ানমার সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির অনুরোধে এখনো কোনো মন্তব্য করেননি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com