আজ, রবিবার


১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত শাস্তি নিশ্চিত করলে অপরাধপ্রবণতা কমে যাবে: শায়খ আহমাদুল্লাহ

শনিবার, ১২ জুলাই ২০২৫
দ্রুত শাস্তি নিশ্চিত করলে অপরাধপ্রবণতা কমে যাবে: শায়খ আহমাদুল্লাহ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার  : পুরোনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের (সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই ঘটনা ঘটে। শুক্রবার (১১ জুলাই) বিভৎস ও পৈশাচিক কায়দায় ঘটানো হত্যাকাণ্ডটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারা দেশে ব্যাপক আলোচনা চলছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পৈশাচিক ঘটনার নিন্দা জানিয়েছেন। ঘটনাটির নিন্দা জানিয়ে শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে প্রখ্যাত আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘কিসাসই এসব কসাইয়ের সমাধান। এর ব্যাখ্যা দিয়ে কমেন্টবক্সে তিনি লেখেন, কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম হবে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস। কেন কোরআনে কিসাসের কথা বলা হয়েছে, তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি। এ ধরনের ঘটনার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে আহমাদুল্লাহ আরও লেখেন, এ ধরনের চাঞ্চল্যকর হত‍্যাকান্ডের বিচার সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধপ্রবণতা কমে যাবে। প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচার কাজ চললে, আইনের ফাঁকফোকর দিয়ে পার পাওয়ার পথ খোলা থাকলে এ ধরণের অপরাধ কখনো কমবে না। এ ঘটনায় ইতোমধ্যে আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অধীনে করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com