আজ, Tuesday


২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘খুশি নন’ ট্রাম্প

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘খুশি নন’ ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসের সাউথ লনে বিশ্ব গণমাধ্যমের সামনে তার অশালীন আচরণ হতাশা ও ক্ষোভেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি সংবাদদাতা বার্নড ডেবুসম্যান জুনিয়র জানান, ট্রাম্প সাধারণত শান্ত ও কৌশলী ভাবমূর্তি বজায় রাখতে পছন্দ করেন। আমি আমার দিনের বেশিরভাগ সময় হোয়াইট হাউসে কাটাই। প্রেস পুলের অংশ হিসেবেও প্রেসিডেন্টের সফরে অংশ নিয়েছি। কিন্তু বুধবারের সকালের মতো ভাষা তার মুখে খুব কমই শুনেছি বলেও তিনি জানান। ডেবুসম্যানের মতে, ট্রাম্প সাধারণত ‘ট্রুথ সোশ্যাল’-এ নিজের রাগ বা ক্ষোভ প্রকাশ করে থাকেন, কিন্তু এবার তা সরাসরি ক্যামেরার সামনে দেখা গেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্পের এমন আচরণ ইঙ্গিত দেয় যে, তিনি দুই পক্ষের প্রতি কতটা হতাশ। প্রেসিডেন্ট ট্রাম্প বারবারট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি গাজা এবং ইউক্রেনসহ সব সংঘাতের অবসান ঘটাবেন। তিনি রুয়ান্ডা-কঙ্গো এবং সম্প্রতি ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সাফল্যের দাবিও করেছেন। তবে ইসরায়েল-ইরান সংঘাত বন্ধ মার্কিন জনগণের দৃষ্টিতে খুবই তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকদের মত।

ডেবুসম্যান বলেন, যদি ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হত, তবে তা হতো ট্রাম্প প্রশাসনের একটি বড় কূটনৈতিক জয়। বিশেষ করে, যদি ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটানো যেত। মঙ্গলবার রাতেই হোয়াইট হাউসের ভেতরে তাকে ‘শান্তির স্থপতি’ হিসেবে প্রশংসা করতে শোনা গেছে। কিন্তু তা এখনই বাস্তবায়ন না হওয়ায় তিনি হতাশ ও ক্ষুব্ধ।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com